বাচ্চার ঠান্ডা লাগলে গোসল করাবেন কি?
ঠান্ডা-সর্দি লাগলে গোসল করানো যাবেনা এরকম একটা ধারণা আমাদের মায়েদের আছে। ঠান্ডা-সর্দি আসলে শুধু যে গোসল করালেই হয় এমনটা নয় আবহাওয়া,
রোগ-জীবাণু,ঘাম গায়ে শুকিয়ে এরকম নানা কারণেও হতে পারে।বেশিরভাগ আবহাওয়া আর রোগ-জীবাণু থেকেই বেশি হয়।ঘাম গায়ে শুকানোর কারণেও হতে পারে,
গোসল না করালে বেবি ঘামে বেশি আর এই ঘাম গায়ে শুকায় কারণ সর্দি লেগেছে কাশি হচ্ছে ভেবে ভারি কাপর পড়িয়ে রাখা হয়।
ঠান্ডা-সর্দি লাগলেও গোসল করানো উচিত তবে কুসুম গরম পানি দিয়ে।
গোসলের পানি আগে থেকে ফুটিয়ে নেয়া উচিত ফুটানো সময় পানিতে লবণ মেশানো ভাল।
লবণ মেশানো কুসুম গরম পানি জীবাণুনাশক হিসেবে কাজ করবে। গোসলের আগে সরষের তেলে কালিজিরা,রসুন মিশিয়ে হালকা গরম করে আপনার শিশুর বুকে,পিঠে,গলায় মালিশ করুন।সর্দির জন্য এই তেল মালিশ খুব কারযকর। সরষের তেলের বোতলে কালিজিরা,রসুন কুচি দিয়ে গরম জায়গায় সংরক্ষণ করতে পারেন।গোসলের আগে ১চামচ তেল নিয়ে গরম করে মালিশ করতে পারেন।