যেসব অবস্থায় সিজারিয়ান অপারেশন জরুরী

- গর্ভস্থ শিশুর মাথার আয়তনের তুলনায় প্রসব পথ সরু হলে স্বাভাবিক প্রসব সম্ভব হয় না। এক্ষেত্রে সিজারিয়ান করা ছাড়া কোনরকম উপায় থাকে না।
- মায়ের প্রসবের রাস্তায় যদি কোন তিউমার থেকে থাকে তবে সিজারিয়ান করানোই শ্রেয় হবে।
- শিশু যদি সঠিক অবস্থানে না থাকে এবং আল্ট্রাসাউন্ডে তা সম্পর্কে বোঝা যায় তবে ঝুঁকি না নিয়ে সিজারিয়ান করে ফেলা উচিৎ।
- অতীতে জরায়ু বা প্রসবমুখে কোন সমস্যা হয়ে থাকলে।
- যদি মায়ের স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের জন্য পর্যাপ্ত শক্তি না থেকে থাকে কিংবা অতিরিক্ত ব্যাথায় মা অজ্ঞান হয়ে পড়লে সিজারিয়ান করে ফেলতে হবে অতি দ্রুত।
- হঠাৎ আম্বিলিক্যাল কর্ড বা নাভি রজ্জু প্রসবপথে বেরিয়ে আসলে।
- মায়ের ডায়বেটিস, হাইপারটেনশন ইত্যাদি সমস্যা থাকলে আগে থেকেই সিজারিয়ানের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখা উচিৎ। এমন রোগীদের ক্ষেত্রে স্বাভাবিক ডেলিভারি বিপদজনক, তাই চিকিৎসকেরা ঝুঁকি নিতে চান না।
- প্রসবের আগে কোন কারনে মায়ের রক্তক্ষরণ হতে থাকলে।
- ৬-১২ ঘণ্টা অপেক্ষার পরেও স্বাভাবিকভাবে বাচ্চার জন্ম না হলে।
- একলাম্পসিয়া বা প্রি-একলাম্পসিয়া দেখা দিলে।
এসব অবস্থায় দেরী না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিজারিয়ান করে নিতে হবে।
cl-Hatihatipapa