শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যা : চিকিৎসা না হলে জটিলতা কী?

প্রশ্ন : শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে পরবর্তী সময়ে কী জটিলতা হতে পারে?
উত্তর : ক্লিনিক্যাল ডিজঅর্ডারে ভুগলে অনেকে মনে করে, বড় হলে ঠিক হয়ে যাবে। তবে আসলে তো ওই পর্যায়ে ঠিক হয় না। বরং এ ধরনের বাচ্চা অন্যদের কাছ থেকে প্রত্যাখ্যাত হচ্ছে। এতে তার আত্মবিশ্বাস আরো কমতে থাকে। রাগ, জেদ বাড়তে থাকে। স্কুলে হয়তো ড্রপআউট হচ্ছে। যে পরিমাণ যোগ্যতা আছে, সেটি ব্যবহার করতে পারছে না। ফলাফল খারাপ হচ্ছে। ক্যারিয়ারে খারাপ করছে। পরে সম্পর্ক স্থাপনে খারাপ করছে। অন্যদের প্রতি সে নেতিবাচক ধারণা করছে। আমরা বলি, শিশুরা জাতির ভবিষ্যৎ। এই শিশুরাই তো অন্ধকারে চলে যাচ্ছে।
source:ntv