কিভাবে আপনার শিশুর ঘুমের সময়সূচি তৈরি করবেন
আপনি হয়তো ১-২ সপ্তাহ আপনার শিশুর ঘুমের সঙ্কেত এবং দিনে ভাঙা ভাঙা ঘুমের তথ্য সংরক্ষণ করতে চাইবেন। এটি আপনার শিশুর পরবর্তী ঘুমের ধরন বুঝতে সাহায্য করবে।
উদাহারণস্বরূপ যদি আপনার শিশু প্রতিদিন ১০টা মধ্যে বদমেজাজী বা পাগলেটে হয়ে যায় এবং ঘুমাতে চায় আপনি তাকে সাহায্য করতে পারেন। সে বেশি ক্লান্তিবোধ করার পূর্বেই তার ঘুমের ইঙ্গিত শুরু হওয়ার ১৫-২০ মিনিট আগে থেকেই তাকে খাবার খাওয়ান কাপড় পরিবর্তন করে দিন এবং দোলনায় বা কোলে দোলান আলো নিভিয়ে দিন এবং আস্তে কথা বলুন। এভাবে সে ঘুমের রাজ্যে পৌঁছে যাবে যখন সেই ক্লান্তিবোধ সে অনুভব করবে। একটি সময়সূচি অবলম্বন করুন।
ধারাবাহিকতা রক্ষা করাই হচ্ছে লক্ষ্যঃ আপনার শিশুর দিনের ঘুমের যথাসম্ভব একটি সময়সূচি অবলম্বন করুন। যদি আপনি আপনার শিশুকে একদিন ৩টায় ঘুম পাড়ান এবং পরের দিন দুপুরের খাবার পর ঘুম পাড়ান তাহলে তার একটি নিয়মিত ঘুমের অভ্যাস গড়তে সমস্যা হবে।
এমন কাজগুলো থেকে বিরত থাকুন যা আপনার শিশুর ঘুমের সময়সূচির বিরূপ।