শিশুর পেট ব্যথা

যদি একটা শিশু দিনে তিন ঘণ্টার বেশি, এক সপ্তাহে তিন দিনের বেশি ক্রমাগত কাঁদতে থাকে তাহলে বুঝতে হবে বাচ্চা পেট ব্যথায় ভুগছে। এই পেটব্যথার কারণ অজানা। পেট ব্যথার সাথে জ্বর, দুর্বলতা, অথবা পেট ফুলে যাওয়া থাকলে সেটা আরও বেশি জটিল। পেটব্যথা ১০ থেকে ৪০ শতাংশ শিশুর ক্ষতি করে। ছ-সপ্তাহ বয়সে এটা সাধারণ ব্যাপার এবং বৈশিষ্ট্যগতভাবে ছ-মাস পর্যন্ত চলতে থাকে। কখনোবা এটা এক বছর বয়স পর্যন্ত স্থায়ী হয়। এটা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে সমানভাবে ঘটে।

শিশুর পেট ব্যথা করলে তার কান্নার সময় পাগুলো পেট পর্যন্ত টেনে আনা, চমকানো মুখ, হাত মুঠো করে গোটানো, এবং ভ্রু কোঁচকানো এই ব্যপারগুলো লক্ষ্য করা যাবে। কান্না ছাড়াও যদি নিচের লক্ষণগুলো বাচ্চার মধ্যে খেয়াল করেন তাহলে অতিদ্রুত বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন।

– বমি (সবুজ অথবা হলদে, রক্তাভ)

– পায়খানায় পরিবর্তন (কোষ্ঠকাঠিন্য, রক্ত অথবা শ্লেষ্মাসহ)

– অস্বাভাবিক তাপমাত্রা

– ঘ্যানঘ্যানে (কিছু সময় শান্ত থেকে সারাদিনই কাঁদে)

– জড়তা (বাড়তি আচ্ছন্ন ভাব, চনমনে ও হাসি ছাড়া)।

টি/আ

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.