প্রিল্যাকটিয়াল খাবার শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর

প্রিল্যাকটিয়াল খাবার কি? শিশুকে জন্মের পর মায়ের দুধ না দিয়ে মধু, চিনির পানি, মিছরির পানি, সাধারণ পানি, সরিষার তেল, আটা বা চালের গুঁড়া, সুজি, গরুর বা ছাগলের দুধ, গুঁড়া দুধ ইত্যাদি দিয়ে থাকলে এসব খাবারকে প্রিল্যাকটিয়াল খাবার বলা হয়। আমাদের দেশে অনেকের মধ্যেই ভুল ধারণা আছে যে শিশু জন্মের পরপরই মায়ের দুধ বের হবেনা বিশেষ করে সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে প্রথম ৩-৪ দিন মায়ের দুধই আসেনা। এই ভ্রান্ত ধারণা ও কুসংস্কারের জন্যই অনেকেই শিশুকে জন্মের পরে প্রিল্যাকটিয়াল খাবার দিয়ে থাকে। শিশুকে প্রিল্যাকটিয়াল খাবার খাওয়ালে শিশু স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে, কেননাঃ

১. এইসব প্রিল্যাকটিয়াল খাবার খেলে শিশুর ছোট পাকস্থলী ভরে যায় ফলে শিশু মায়ের বুকের দুধ খেতে চায়না।

২. প্রিল্যাকটিয়াল খাবার থেকে বিভিন্ন রোগ জীবাণু শিশুর দেহে প্রবেশ করে ফলে শিশু ডায়রিয়া, নিউমোনিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হয়।

৩. মায়ের দুধে শিশুর রোগ প্রতিরোধকারী যেসব উপাদান থাকে তা সে পায় না, ফলে শিশু ঘনঘন অসুস্থ হয়ে যায়। শিশু মারাত্নক অপুষ্টিতে ভোগে ফলে শিশুর মৃত্যুঝুঁকিও বেড়ে যায়।

টি/শা 

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.