
বাচ্চাকে পটি ব্যবহার করা শিখতে উৎসাহিত করুন
সাধারণত বাচ্চারা শারীরিকভাবে সক্ষম হওয়ার পর থেকে তারা প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রন করতে পারে। কোনো বাচ্চা ১ বছরেই পটি ব্যবহার শিখে আবার কেউ আরো দেরীতে শিখে। প্রতিটি শিশুই আলাদা, তাই একজনের সাথে অন্য শিশুর সাথে তুলনা করা যাবে না। বেশিরভাগ শিশুই প্রস্রাব নিয়ন্ত্রণ করতে পারার আগে পায়খানা নিয়ন্ত্রণ করতে পারে।
– যদি আপনার শিশুর প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিয়মিত পায়খানা হয় তাহলে, সেই সময় তাদের ডায়াপার খুলে রাখুন এবং পটিতে গিয়ে বসতে বলুন। যদি আপনার শিশু এতে সামান্যও বিরক্ত হয় তাহলে কয়েক দিন পর আবার একইভাবে চেষ্টা করুন।
– পটি এমন জায়গায় রাখুন যেন আপনার শিশু তা দেখতে পায় এবং এটি কিসের জন্য ব্যবহার করা হয় তা জানতে পারে। যদি বড় কোন বাচ্চা থাকে এবং আপনার শিশু যদি তাকে পটি ব্যবহার করতে দেখে তাহলে তাতে আপনার সাহায্য হতে পারে। আপনি তাকে কিভাবে টয়লেট ব্যবহার করতে হয় তা শিখিয়ে দিতে পারবেন।
– আপনার শিশু যখন ঠিক মত পটি ব্যবহার করতে পারবে তখন সে নিজেই তার সাফল্যে ভীষণ খুশি হবে। আপনি একটু বাহবা দিলে তাতেও অনেক কাজ হবে। পুরস্কার হিসেবে শিশুকে মিষ্টিজাতীয় কিছু দেবেন না, কারন তাতে আরও বেশি সমস্যা হতে পারে। সময় হলে শিশু নিজেই পটি ব্যবহার করতে চাইবে এবং সেটি ঠিকঠাক করতে পারলে খুশিও হবে।
– যখন থেকে দেখবেন যে আপনার শিশু কখন প্রস্রাব করবে তা বুঝতে পারে তখন থেকেই তাকে পটি ব্যবহারে উৎসাহিত করুন। এটিতে অভ্যস্ত হতে একটু সময় লাগবে।
টি/শা
CLTD: Womenscorner