বাবুকে কি সেরেলাক খাওয়ান? এটি রান্নার সঠিক পদ্ধতি জানেন কি?

৬ মাসের বেশি বয়সি বাচ্চাদের সেরেলাক খাওয়ানো হয়। এটি অত্যন্ত পুষ্টিকর এবং বাবুর জন্য উপকারী। বাজারে বিভিন্ন ব্র‍্যান্ডের সেরেলাক পাওয়া যায়। আবার এটি ঘরেও তৈরি করে নিতে পারেন। সেরেলাক পাউডার কিভাবে বাচ্চাকে খাওয়াবেন জানুন…

উপকরণঃ

– সেরেলাক (বাচ্চার চাহিদা অনুযায়ী )

– ফুটানো পানি (২কাপ )

– বাটার (১০মাস+ বয়সিদের জন্য )

– চিনি (বাচ্চার ফরমুলাতে থাকলে আর লাগবেনা)

– ফল, যেমনঃ কলা, আপেল, নরম খোরমা খেজুর ইত্যাদি।

প্রস্তুতপ্রনালীঃ
ফুটানো পানির মধ্যে সেরেলাক দিয়ে গুলিয়ে নিন। তারপর চুলায় দিয়ে ৩-৪ মিনিট নাড়ুন। দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসবে। আপনার বাচ্চার বয়স অনুযায়ী সেরেলাকটি ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন, অর্থাৎ ৬ মাস থেকে ১০ মাস বয়সি বাচ্চাদের জন্য কম ঘন ও ১০ মাসের বেশি বয়সি বাচ্চাদের জন্য বেশি ঘন করে রান্না করতে হবে। তারপর এর মধ্যে ফরমুলা দুধ ও বাটার মেশান।
পছন্দ অনুযায়ী ফল ম্যাস করে মিশ্রনটির সাথে মিশিয়ে নিন। ব্যাস, বাচ্চার খাওয়ার জন্য সেরেলাক তৈরি।
উল্লেখ্য, সেরেলাকে বাটার না দিলেও সমস্যা নেই। ১০ মাসের বেশি বয়সি বাচ্চার খাবারে বাটার দিতে পারেন। বাটার দিলে আলাদা ঘ্রান ও ফ্লেভার যুক্ত হবে।
 
কেএস/

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.