ডায়রিয়াজনিত শিশুর আমাশয়

ডায়রিয়া আক্রান্ত শিশুর মলে রক্ত দেখা দিলে বুঝতে হবে শিশু আমাশয়ে ভুগছে। ডায়রিয়াজনিত শিশুর প্রায় ১৫শতাংশর মৃত্যু হয় এই কারণে। অপুষ্টি ও পানিসল্পতার শিকার হলে, মায়ের বুকের দুধ পান না করলে শিশুদের আমাশয় মারাত্মক হয়ে উঠে। এছাড়া ডায়রিয়ার তুলনায় আমাশয় শিশুর পুষ্টিমান ক্ষুণ্ণ করে বেশি। হাম আক্রান্ত বা তিন মাসের মধ্যে হাম হয়ে থাকলে মারাত্মক আমাশয়ের শিকার হতে পারে শিশু।

আমাশয় চিকিৎসায় পাঁচটি মূল পদক্ষেপ :

১. বয়স ও ওজন অনুযায়ী অ্যান্টিবায়োটিকের মান নির্ধারণ করা।

২. জিংক গ্রহণ।

৩. পানিসল্পতা পূরণ।

৪. স্বাভাবিক খাবার নিশ্চিত করা।

৫. পুষ্টিমান নিশ্চিত করা।

কে/এস

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.