শিশুর দাঁতের ক্ষয়রোগ

শিশুর শারিরীক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য শিশুর জন্মের পর থেকেই তার দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন। শিশুর বয়স বৃদ্ধির সাথে এ বিষয়ে আরো মনোযোগী হতে হবে।

অনেক বাবা মা রাতে শিশুর মুখে জুসভর্তি ফিডার দিয়ে রাখেন। এটি খুব সহজেই শিশুর দাঁত ক্ষয় করতে কাজ করে। চুইংগাম, কোমল পানীয় শর্করার চেয়ে দাঁতের ক্ষতি বেশি করে।

নষ্ট হওয়া দাঁত চিহ্নিত করতে হবে। ব্যথার জন্য প্রয়োজনীয় ঔষধ দিতে হবে।

সংক্রমণ কতটা ছড়িয়েছে সেটার উপর ভিত্তি করে খাওয়ার বা ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে।

প্রতিরোধ করাই আসল। এজন্য শিশুকে দুইবার, সকালে ও রাতে দাঁত ব্রাশ করাতে হবে এবং ফিডারে খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হবে।

কে/এস

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.