
জন্মের পর শিশু শ্বাস না নিলে কি করা উচিত?
জন্মের পর শিশু শ্বাস না নিলে তৎক্ষণাৎ কিছু কাজ করা উচিত।
– পরিষ্কার নরম কাপড় বা তোয়ালে দিয়ে শিশুর সম্পূর্ণ শরীর আরো ভালো করে মুছতে হবে।
– নাকে ও মুখে কালচে সবুজ পায়খানা লেগে থাকলে আঙ্গুলে কাপড় পেঁচিয়ে তা পরিষ্কার করে দিতে হবে।
– শিশুকে কাঁত করে শিরদাঁড়া বরাবর নিচ থেকে উপর দিকে বারবার হাতের তালুত নিচের অংশ দিয়ে ঘষতে হবে।
– শিশুর রঙ এবং শ্বাসের দিকে খেয়াল রাখুন। যদি ঠোঁট, জিহ্বা এবং মুখের রঙ গোলাপি হয় এবং নিয়মিত শ্বাস নিতে থাকে তাহলে শিশুকে মায়ের বুকে দিতে হবে।
কে/এস
CLTD: Womenscorner