জন্মের প্রথম কয়েকমাসে শিশুর র‍্যাশ!

একজিমাঃ শিশুর বুকে, বাহুতে, পায়ে, চেহারায়, কনুইতে এবং হাঁটুর পিছনে লালচে র‍্যাশ হতে পারে। শুষ্ক, স্পর্শকাতর ত্বকের জন্য এবং এলার্জির জন্য এই সমস্যা দেখা দেয়। এর চিকিৎসার জন্য নিচের বিষয়গুলো মেনে চলতে হয়।

শিশুর কাপড় চোপড় হালকা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে হবে এবং অন্য কোন রাসায়নিক দিয়ে পরিষ্কার করা যাবেনা।
একজিমা না সারলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্টেরয়েত ক্রিম ব্যবহার করতে হতে পারে।

ঘামাচিঃ শিশুর ঘাড়ে, বগলে, শিশুর নিতম্ব এবং দুই পায়ের মাঝখানে অর্থাৎ যেসব জায়গা খুব ঘামে সেখানে ছোট ফোলার মত হয়।
এজন্য শরীরের এ সমস্ত জায়গাগুলো শুকনো রাখতে হয় এবং শিশুকে ঢিলেঢালা পোশাক পড়াতে হয়।

ছত্রাকজনিত সংক্রমণঃ এটি বিভিন্নভাবে দেখা দিতে পারে। এক্ষেত্রে জিহবায় সাদা সরের মত আস্তরণ পড়ে যাকে থ্রাশ বলা হয়। শিশুর নিতম্ব এবং দুই পায়ের মাঝখানে লালচে র‍্যাশ এবং ছোট ফোলার মত দেখা যায়।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.