কিভাবে বুঝবেন আপনার শিশুর হজমে সমস্যা হচ্ছে??

পরিবারের ছোট্ট সোনামণির খাবার এবং পুষ্টি নিয়ে চিন্তা সবার। কারণ, এসময় প্রয়োজনীয় পুষ্টি পেলে তবেই শিশুর শারীরিক মানসিক বিকাশ ভালো হবে। তবে অনেক সময় এমন হয় যে, কোনো খাবারই শিশু মুখে তুলছেনা। নিজের পছন্দের খাবার দেখেও সে খেতে চাইছে না। এর কারণ কি জানেন? অনেক সময় বাচ্চার হজমে সমস্যা হয়, পেটে গ্যাস জমে যার কারণে বাচ্চার খাবার রুচি কমে যায়। চলুন জেনে নিই বাচ্চার হজমে সমস্যা হলে কিভাবে বুঝবেন!

১. পেটে ব্যথা ও কান্নাঃ এই সমস্যায় পেটে ব্যথা প্রাথমিক লক্ষণ হিসেবে ফুটে ওঠা স্বাভাবিক। অনেক সময় দেখা যায়, বাচ্চা বারবার পেটে হাত দিয়ে কিছু একটা বোঝাতে চাইছে। একেবারে ছোট্ট বাচ্চারা সেটুকুও পারে না। নিরুপায় হয়ে তারা কাঁদতে থাকে। চিকিৎসকদের মতে, সমস্যা অনুযায়ী কান্নার নির্দিষ্ট ধরন রয়েছে। একটানা অনেকক্ষণ কান্নার মাধ্যমে শিশু তার পেটের ব্যথার কথাও বোঝাতে পারে।

২. বমিবমি ভাবঃ খাদ্যতন্ত্রে কোনওরকম সমস্যা হলে বমির লক্ষণ দেখা যায়। ছোট্ট সোনার খাদ্যনালী প্রাপ্তবয়স্কদের মতো পরিণত হয় না। তাই সহজেই খাবার থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। বমি হওয়া লক্ষণটি আসলে কয়েকটি লক্ষণের সমাবেশ। এতে মাথা ব্যথা, বমিবমি ভাব ও ঝিমুনি আসে। বাচ্চার মধ্যে এই লক্ষণ দেখা গেলে খাওয়াদাওয়ার প্রতি অনীহা দেখা দেয়। বমির লক্ষণ পেটের অসুখকেও নির্দেশ করে।

৩. ডায়রিয়াঃ ডাক্তারদের মতে, শিশুর পায়খানার প্রকৃতিই বলে দেয়, তার পেটে কোনও সমস্যা হচ্ছে কি না। পায়খানা যেমন খুব শক্ত হওয়া ভালো নয়, তেমনই পাতলা হলেও তা ভয়ের কারণ। দু’-একবারের বেশি পাতলা পায়খানা হলে শিশুর শরীর দুর্বল হয়ে পড়ে। এতে শরীরও ডিহাইড্রেটেড হয়ে যায় বা শুকিয়ে যায়।

৪. খাবার খেতে না-চাওয়াঃ ছোট্ট সোনা খাবার খেতে না-চাওয়া অনেকসময় তার পেট ব্যথার লক্ষণ হতে পারে। যেসব বাচ্চারা খাওয়ার সময় তেমন বায়না করে না, তাদের ক্ষেত্রে এমন পরিবর্তন পেটের সমস্যারই পূর্বাভাস। তাই এমন ঘটনা একাধিকবার ঘটলে চিকিৎসককে জানানো জরুরি।

৫. পেট ফুলে যাওয়াঃ ছোট্ট সোনার পেটের আকৃতিও সম্ভাব্য সমস্যার কথা বলে দিতে সক্ষম। খাওয়ার আগে ও পরে বাচ্চার পেটের আকৃতি কেমন হয়, মায়েরা তা ভালোই জানেন। পেটের আকৃতি যদি হঠাৎ করেই বড় হতে থাকে অর্থাৎ ফুলে যেতে থাকে, তবে তা ভয়ের। অন্ত্রে সংক্রমণের ফলে এমন লক্ষণ দেখা যায়। তবে পেটের আকৃতি বৃদ্ধির সঙ্গে বমি, ঝিমুনি ইত্যাদি অন্যান্য লক্ষণগুলোও ফুটে উঠতে পারে।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.