শিশুর কাছে অনুকরণীয় হয়ে উঠবেন যেভাবে

শিশুর সঙ্গে আপনার বন্ধন যেন সবসময় অটুট থাকে, সেজন্য তার সঙ্গে আরো আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকা, সবকিছু ছোট ভাই বোন এবং অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।
আপনি অনেক ব্যস্ত থাকেন তাই চেষ্টা করুন যতটুকু সময় পান শিশুকে সঙ্গে রাখার। এর সঙ্গে রইল আরো কিছু পরামর্শ, দেখুন কাজে লাগানো যায় কিনা…

– চেষ্টা করুন সবাই একসঙ্গে খেতে।

– বাজারে যাওয়ার সময়ও নিয়ে যেতে পারেন শিশুকে।

– রান্নার সময় ডেকে নিন মাঝে মাঝে, বুঝতে শিখবে মা তাদের জন্য কত কষ্ট করেন।

– সব কাজকে সম্মান করতে শেখান।

– আপনার থেকে অবস্থা যেমনই থাক, তাকে স্বাবলম্বী করে গড়ে তুলুন। যেন নিজের ছোট কাজগুলো সে নিজেই করে নেয়।

– ভালো কিছু করলে তাকে পুরস্কৃত করুন।

– ভুল করলে সুন্দর করে ভুলগুলো বুঝিয়ে দিন।

– একসঙ্গে টিভি দেখুন, কম্পিউটারে গেমস খেলুন।

– পরিবারের সবাই মিলে কয়েকদিন পর পর বাইরে কোথাও ঘুরতে যান।

সবচেয়ে বড় কথা শিশুর সামনে আপনি এমন কিছু করতে পারবেন না যাতে করে ছোট শিশুর মনে প্রশ্ন জাগে।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.