বাচ্চার কৃমির সমস্যা দূর করবে ঘরোয়া উপকরণ!
বাচ্চা কৃমির সমস্যায় অস্থির? ঘরোয়া উপায়ে বাচ্চাকে মুক্তি দিন এই সমস্যা থেকে, খুব সহজে। ১৫ দিন এই টিপস মেনে চলুন, আপনার বাচ্চার কৃমির সমস্যা দূর হবে।
– সমপরিমাণ জোয়ান আর গুড় একসাথে মিশিয়ে নিন।
– নাড়ুর মতো ছোট ছোট গোল বড়ি বানিয়ে নিন।
– রাতে শোয়ার আগে একটা করে বড়ি দিন বাচ্চাকে।
– এটা খাওয়ার পর কোনভাবেই বাচ্চাকে পানি খাওয়াবেন না!
– পরদিন সকালে পটির সাথেই পালাবে কৃমির দল।
CLTD: Womenscorner