হাত বেধে মুখে মাস্ক লাগিয়ে ভূয়া আইসিইউতে চিকিৎসার নাম করে শিশু হ’ত্যা এমনি অভি’যোগ রাজধানীর নামী-দামী এক হাসপাতালের বি’রুদ্ধে
বাচ্চার বাবার জবানবন্দিঃ আমার নাম নাছির উদ্দিন, আমার মেয়ের নাম নাদিয়া ইসলাম, বয়স ১ বছর , আমার বাড়ি নোয়াখালী সুবণ চর উপজেলা ০১৮৩০৩৫৪৩৭০
মেয়ের পা’তলা পা’ইখানা বমি দুই দিন পর বু’কে স’মস্যা। দেখা দিলে আমি প্রথমে নিয়ে যাই নোয়াখালী সদর হসপিটালে রাত ১ টায়।
যখন সকাল ১০ টা বাজে তখন ড়াঃ এসে বলেন আপনার মেয়েকে ঢাকায় নিয়ে যান তার অবস্থা ভালো না তাকে আই সি ও তে রাখতে হবে।এই কথা শুনে আমি নোয়াখালীর আরো দুই জন ড়াঃ কে ঠেকে নিয়ে আসলাম তারা কি বলে।
তারা ও সেম
পরে আমি তাকে নিয়ে যায় ঢাকা শিশু হসপিটালে তারা দেখে বলেন তার আই সি ও সাপোট লাগবে তবে আমরা দিতে পারবো না।তার করোনা ন্যাগিটিব ছাড়া আপনারা অনন্য দিকে দেখেন কি করবো এত রিকোয়েস্ট করলাম কিছুই হলো না এই পাকে অনেক পাইভেট হসপিটালে খবর নিলাম সবায় সেম কথা
এখন আমি কি করবো মেয়েকে নিয়ে কোথায় যাবো
তখন একটা হসপিটালের খবর ফেলাম।
ইউনিহেলথ স্পেশালাইজড হসপিটাল ৬৯ / ডি গ্রীরোড পান্হ্য পাথ পুরাতনগ্যাষ্টোলিভার ভবন১২০৫ এর
ওখানে যাওয়ার পর তারা বলেন ঠিক আছে আমরা তাকে আই সি ও সাপোর্ট দিবো
এই কথা শুনে ভতি হলাম ঔ দিন আর আমাদের ডোকতে দেইনি পরের দিন ডোকালেন দেখলাম মেয়ের হাত পা বাধা মুখে মাক্স পরা এইটা দেখে আমি হতবাগ পরে আমি খুঁজতে লাগলাম হসপিটাল কেউ ভতি নিবে না নাদিয়া কে মনে ৩০ টা হসপিটালে গেলাম। সবায় বলে করোনাভাইরাস ন্যাগিটিব নাহলে নিবে না
পরে আমি বললাম তাহলে একটা লোক দিন আমি তার বেতন দিবো আমার মেয়ে থেকে সেম্পল নিয়ে আসুক তারে আনা সম্ভব না তাকে আনতে হলে
ইউনিহেলথ স্পেশালাইজড হসপিটাল সিট কেটে আনতে হবে আবার আনলে তারাও ভতি নিবেনা তিন পর করোনা ন্যাগিটিব ছাড়া তখন আমি এই তিন দিন মেয়েকে নিয়ে কোথায় থাকবো।এর পরে দিন ল্যাবএইড থেকে একটা ছেলেকে নিয়ে এসে সেম্পল দিলাম রিপোট আসতে তিন দিন লাগবে আমি অনেক রিকোয়েস্ট করলাম কিছু হল না। এর পর বিকাল ৫ টায় মেয়ে না ফেরার দেশে চলে গেলেন। এখন মেয়ে কে নিয়ে আসবো এলাকায় কিন্তু যে লমবা বিল ধরিয়ে দিল ৬০০০০ হাজার টাকা
এখন থেকে একটো আগে আমার মোবাইল এ মেছেজ আসলো নাদিয়া করোনাভাইরাস ন্যাগিটিব
আমার মেয়ে মারা গেলো আমার কোন দুঃখ নাই কারণ আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়েছে।
আল্লাহ চায়লে আরো অনেক নিয়ামত দিতে পারে।
আমি বিচার চাই টাকার জন্য যারা আই সি ও নামের কসাই খানায় রেখে আমার মত আর কোন বাবার কোল খালি না করে। আর কত লোকের জিবন গেলে এই দেশের সরকারের টনক লডবে আর কত লোক জীবন দিলে সাস্থ ব্যাবস্থা ভালো হবে। আপনারা সবাই শেয়ার করেন যেন জালিমের বিচার হয়।
এবং বেশি বেশি লেখেন ইউনিহেলথ স্পেশালাইজড হসপিটালের জালিমদের কথা যারা আমার মেয়েকে হাত পা বেধে মুখে মাক্স পরিয়ে মেরে ফেলেছে আল্লাহ এদের বিচার করেন যেন আর কোন বাবার বুক খালি না হয়