নবজাতকের পা’য়খানা, প্রস্রা’ব কতবার হওয়া স্বাভাবিক?
নবজাতক প্র’স্রাব ও পা’য়খা’না বারবার করে। অনেক নতুন বাবা-মা বিষয়টি অস্বাভাবিক মনে করেন।
কিন্তু এটি কি আসলেই অস্বাভাবিক? তাহলে প্রশ্ন আসতেই পারে, নবজাতকের পা’য়খা’না-প্র’স্রা’ব কতবার হওয়া স্বাভাবিক? বিষয়টি নিয়ে এনটিভির আয়োজন কথা বলেছেন অধ্যাপক ইসরাত জাহান লাবণী।
বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিউনেটলজি অ্যান্ড পেডিয়াট্রিক্স বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : বাচ্চা জন্মের পর প্র’স্রা’ব-পা’য়খা’না কতবার হলে স্বাভাবিক? কীভাবে আমরা বুঝব?
উত্তর : একটা বাচ্চা যদি ২৪ ঘণ্টায় ছয়বার প্র’স্রা’ব করে বুঝতে হবে, সে দুধ পর্যাপ্ত পাচ্ছে। এটা ঠিক আছে। আর যে বাচ্চাটি বুকের দুধ খায়, সে বারবারই পা’য়খা’না করতে পারে। ১০ থেকে ১৫ বারও করতে পারে।
সে ক্ষেত্রে ভ.য় পাওয়ার কোনো কারণ নেই।
ntv