জন্মের পর পরই শিশুরা কেঁদে উঠে, কিন্তু জন্মেই শিশু কাঁদে কেন? আর শিশু যদি জন্মের পর এই কান্না না কাঁদে তবে কি হয়?

দম বন্ধ হয়ে আসতেই শিশু চিৎকার দিয়ে কেঁদে ওঠে । কান্নার সঙ্গে সঙ্গে সে নিজের অজান্তেই শ্বাস টেনে নেয় । এইভাবে কয়েকবার কান্নার পর সে আপনাথেকেই শ্বাস-প্রশ্বাস চালাতে থাকে । জন্মের সঙ্গে সঙ্গে শিশু যদি কোনকারণে না কাঁদে তাহলে শ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা যায় । এই কারণেই না কাঁদলেই ডাক্তারেরা কৃত্রিমভাবে শিশুকে কাঁদানোর চেষ্টা করেন ।