আজকাল অধিকাংশ নবজাতক শিশুদেরকে ডায়াপার পরানো হয়। নবজাতকের পরিচর্যার ক্ষেত্রে এই পণ্যগুলোর ঠিক কি ধরনের ভূমিকা আছে? ডায়াপার ব্যবহারের সঠিক নিয়ম সমন্ধে জানতে চাই?
আপনার সাথে আমি একমত কারণ দেশের অধিকাংশ মায়েরাই নবজাতকে ডায়াপার পরান। নবজাতকের পরিচর্যার ক্ষেত্রে আধুনিক এই পণ্যটির ভূমিকা মোটেও কমনা। শিশুকে নিয়ে কোথাও বেড়াতে বের হলে ডায়াপার ব্যবহার অনেকটাই অপরিহার্য হয়ে পড়েছে।
তবে আমরা আসলে যেভাবে ডায়াপার ব্যবহার করি, এটা ঠিক উপায়ে না। সে ক্ষেত্রে বাচ্চা একবার প্রস্রাব করলেই ডায়াপার পরিবর্তন করে দিতে হবে। কিন্তু আমাদের দেশের মায়েরা ঠিক উল্টোটা করে। ডায়াপারটি ওজন করতে থাকে, যতক্ষণ পর্যন্ত ভারী না হয়। এই বিষয়টি বাচ্চার জন্য খুবই অস্বস্তির। এমনকি অনেক সময় পায়খানা করার পর এটার ওপর বাচ্চাকে দীর্ঘ সময় রেখে দেওয়া হয়। একবার প্রস্রাব অথবা পায়খানা করলেই যদি ডায়াপার পরিবর্তন করে দেওয়া যায়, তাহলে ক্ষতির কিছু নেই।
উত্তর সহযোগিতা: অধ্যাপক ইসরাত জাহান লাকী। নিউনেটলজি অ্যান্ড পেডিয়াট্রিক্স বিশেষজ্ঞ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল