শিশুদের গলায় মাছের কাটা আটকে গেলে কি করবেন?

গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করেন? জানি শিশুদের জন্য একটি বিপদ জনক পরিস্থিতি,

তাকে প্রথমেই খাওয়া হয় জল, তারপর সুকনো ভাতকে মুঠো করে খাওয়ান কিন্তু এতেও যদি কাঁটা না নামে তাহলে নিচের পদ্ধতিগুলো অনুসরন করতে পারেন।

১. হালকা গরম জলের সাথে অল্প নুন গুলিয়ে পান করুন।

২. কাঁটা বিঁধলে একটি কলা খাওয়াতে পারেন ৷

৩. এক টুকরো লেবুতে নিন মাখিয়ে চুষে লেবুর রস খেয়ে ফেলুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।

৪. জলের সাথে সামান্য ভিনিগার মিশিয়ে পান করলেও ঠিক লেবুর মতই কাজ হবে।

৫. একটু অলিভ অয়েলও পান করতে পারেন। কাঁটা নিচে নেমে যাবে।

৬. সোডা জাতীয় কিছু পান করতে পারেন।

এর পরও কাঁটা না নামলে যেকোন হাসপাতালের নাক কান গলা বিভাগে কিংবা যেকোন জায়গায় নাক কান গলার (ENT) চিকিৎসকের কাছে গিয়ে তা অপসারন করতে হবে৷

tinystep

Sharing is caring!

Comments are closed.