গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ (কীভাবে বুঝব? কী করব? পরামর্শ! ডা. শারমিন আব্বাসি

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ সমস্যার মুখোমুখি হতে পারেন যেকোনো নারী। কেউ হয়তো গর্ভধারণের আগে থেকেই উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন, আবার এমন হতে পারে যে গর্ভবতী হওয়ার পর ধরা পড়ল।

কীভাবে বুঝব

●রক্তচাপ ১৪০/৯০ মি.মি. বা তার বেশি হবে, ২ বা তার বেশিবার মাপার পর মাথাব্যথা, ঘাড়ব্যথা, চোখে ঝাপসা দেখা, পা বা পুরো শরীর ফুলে যাওয়া, ওপরের পেটে ব্যথা, বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে।

কী করব

●বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিয়মিত রক্তচাপ মাপতে হবে কিছু বিশেষ পরীক্ষা—হিমোগ্লোবিন, প্ল্যাটিলেট, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, আলট্রাসনোগ্রাফি ইত্যাদি করতে হবে প্রস্রাবে আমিষ যাচ্ছে কি না, দেখা দরকার

জটিলতা

●রক্তচাপ নিয়ন্ত্রণ না হলে রোগীর প্রি একলেম্পশিয়া হতে পারে, এমনকি খিঁচুনিও হতে পারে। ●ফুসফুসে পানি জমা বা হার্ট ফেইলিওর, কিডনি বা লিভারের অকার্যকারিতা, মস্তিষ্কে রক্তক্ষরণ মারাত্মক বিপদ ডেকে আনতে পারে

পরামর্শ

●সব ওষুধ গর্ভকালের জন্য নয়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ নিয়ম অনুযায়ী খেতে হবে ●জটিলতা দেখা দিলে হাসপাতালে ভর্তি হোন

●যদি গর্ভস্থ শিশু পরিপক্ব হওয়ার আগেই জরুরি ডেলিভারি প্রয়োজন হয়, সে ক্ষেত্রে মা ও শিশুর কিছু পূর্বপ্রস্তুতির ব্যবস্থা নিতে হয় মা ও শিশুর অবস্থা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেলিভারি কখন, কোথায়, কীভাবে হবে, তা আগে থেকেই নির্ধারণ করতে হবে।

ডা. শারমিন আব্বাসি

সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল
Source:Prothom alo

Sharing is caring!

Comments are closed.