গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ (কীভাবে বুঝব? কী করব? পরামর্শ! ডা. শারমিন আব্বাসি
কীভাবে বুঝব
●রক্তচাপ ১৪০/৯০ মি.মি. বা তার বেশি হবে, ২ বা তার বেশিবার মাপার পর মাথাব্যথা, ঘাড়ব্যথা, চোখে ঝাপসা দেখা, পা বা পুরো শরীর ফুলে যাওয়া, ওপরের পেটে ব্যথা, বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে।
কী করব
●বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিয়মিত রক্তচাপ মাপতে হবে কিছু বিশেষ পরীক্ষা—হিমোগ্লোবিন, প্ল্যাটিলেট, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, আলট্রাসনোগ্রাফি ইত্যাদি করতে হবে প্রস্রাবে আমিষ যাচ্ছে কি না, দেখা দরকার
জটিলতা
●রক্তচাপ নিয়ন্ত্রণ না হলে রোগীর প্রি একলেম্পশিয়া হতে পারে, এমনকি খিঁচুনিও হতে পারে। ●ফুসফুসে পানি জমা বা হার্ট ফেইলিওর, কিডনি বা লিভারের অকার্যকারিতা, মস্তিষ্কে রক্তক্ষরণ মারাত্মক বিপদ ডেকে আনতে পারে
পরামর্শ
●সব ওষুধ গর্ভকালের জন্য নয়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ নিয়ম অনুযায়ী খেতে হবে ●জটিলতা দেখা দিলে হাসপাতালে ভর্তি হোন
●যদি গর্ভস্থ শিশু পরিপক্ব হওয়ার আগেই জরুরি ডেলিভারি প্রয়োজন হয়, সে ক্ষেত্রে মা ও শিশুর কিছু পূর্বপ্রস্তুতির ব্যবস্থা নিতে হয় মা ও শিশুর অবস্থা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেলিভারি কখন, কোথায়, কীভাবে হবে, তা আগে থেকেই নির্ধারণ করতে হবে।
ডা. শারমিন আব্বাসি
সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল
Source:Prothom alo