বাবা মায়েরা অনেকসময় সন্তানের কাছ থেকে ভালো কিছু হাসিল করে নিতে এমন প্রতিশ্রুতি দেন, যা আসলে তারা রাখতে পারবেন না। এই ধরনের বিভ্রান্তি সন্তানের মনে কিভাবে প্রভাব ফেলতে পারে?

আরও একটা সমস্যা দেখা দেয় সেটা হলো বাচ্চারা ভালো কাজ কিছুতেই করতে চায় না , বলে ” আগে বলো , কি দিবা !” এইভাবে তারা ভবিষ্যতে লোভাতুর হয়ে ওঠে ।
আর যদি কেউ আদর করে কিছু দেয়ার প্রতিশ্রুতি দিয়েই ফেলে অথচ পূরণ করতে অপারগ , তখন নিজেদের অপারগতা সম্পর্কে শিশুকে জ্ঞাত করানোর সাথে সাথে আদর করে অপারগতা শেয়ার করলে শিশু অবশ্যই অবুঝ হবে না ।