শিশুর সামান্য সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিকের দরকার আছে কি?
প্রকৃতপক্ষে শিশুর সামান্য সর্দি-কাশি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
শিশুর সব সর্দি-কাশিরই চিকিৎসার দরকার নেই। যদি সর্দি-কাশির সঙ্গে ব্যাকটেরিয়ার যোগ থাকে, অর্থাৎ সঙ্গে জ্বর থাকে এবং জ্বর যদি বেশি হয়, জ্বরের সঙ্গে আবার শ্বাসকষ্টের ভাবও থাকে কিংবা গলাব্যথা, কানব্যথা থাকে, তাহলেই ডাক্তারের কাছে যাওয়া উচিত।
এ ছাড়া সাধারণ সর্দি-কাশি পাঁচ/সাত দিনের মধ্যে এমনিতেই সেরে যায়। রোগের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ে না। এ অবস্থায় অ্যান্টিবায়োটিকের কোনো দরকারই পড়ে না। যদি সর্দি-কাশি বেশি হয়, তাহলে ডাক্তারের পরামর্শে সর্দির ওষুধ খাওয়ানোই যথেষ্ট। কাজেই শিশুর সামান্য সর্দি-কাশিতে উদ্বিগ্ন না হয়ে শিশুর পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে যত্নবান হোন।
সময়মতো সব টিকা দিন এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।
সূত্র :সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।