Home মায়ের গর্ভ গর্ভাবস্থায় কতদিন পরপর চেকআপ জরুরি? ডা. রওশন আরা-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

গর্ভাবস্থায় কতদিন পরপর চেকআপ জরুরি? ডা. রওশন আরা-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

1 second read
0
2,881

শিশু ও  মায়ের স্বাস্থ্য ভালো রাখতে গর্ভাবস্থায় নিয়মিত চেকআপ জরুরি। এই চেকআপ কতদিন পরপর করা প্রয়োজন,

প্রশ্ন : গর্ভবতী মায়ের যত্নের বিষয়গুলো নির্ভর করে কীসের ওপর?

উত্তর : যখন মা গর্ভবতী হচ্ছেন, তখন থেকে তার প্রসব হওয়ার অন্তর্বর্তীকালীন যে সময় সেটিই হলো গর্ভকালীন অবস্থা। একে সাধারণত আমরা অ্যান্টিনেটাল কেয়ার বলি। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো চারটি ভিজিটের কথা বলা হয়। ১৬ সপ্তাহে, ২৪ সপ্তাহে, ৩২ সপ্তাহে এবং ৩৬ সপ্তাহে। গর্ভকালীন অ্যান্টিনেটাল চেকআপ করাতে হবে।

প্রশ্ন : নূন্যতম কতদিন পরপর একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত?

উত্তর : আসলে উন্নয়নশীল দেশের জন্য ডাব্লিউএইচও বলেছে, অন্তত চার বার আসতে হবে।

প্রশ্ন : এ ছাড়া সাধারণত কোন সময়টায় অ্যান্টিনেটাল চেকআপের জন্য পরামর্শ দেন?

উত্তর : যখন সে গর্ভবতী হবে, তার যখন ঋতুস্রাব বন্ধ হবে, যখন সে মনে করছে গর্ভে সন্তান ধারণ হয়েছে, তখনই সে চিকিৎসা নিতে আসবে। আর প্রতি মাসে আসবে। শেষের দিকে সে ১৫ দিন পরপর আমাদের কাছে আসতে পারে।

ডা. রওশন আরা। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে রয়েছেন।

Source: ntv

Load More Related Articles
Load More In মায়ের গর্ভ
Comments are closed.

Check Also

শিশুদের রোজা রাখতে করণীয়! লেখক : সভাপতি, বিশুদ্ধ খাদ্য চাই এবং সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, সাভার।

শিশুদের দেহে বড়দের তুলনায় পানির ভাগ বেশি থাকে। রোজাতে শিশুদের পানিশূন্যতা বেশি হয়। রোজাতে …