প্রশ্ন:নবজাতকের জন্ডিস হলে রোদে দেওয়া কি উপকারী?

উত্তর: মেয়াদ পূর্ণ হয়ে জন্ম নেওয়া ৫০শতাংশ শিশু ও মেয়াদের আগেই জন্ম নেওয়া ৮০ শতাংশ শিশু জন্ডিসে আক্রান্তহতে পারে।

বেশির ভাগ ক্ষেত্রেই এই জন্ডিস নির্দোষ প্রকৃতির বাফিজিওলজিক্যাল এবং ৭ থেকে ১০ দিনের মাথায় কোনো চিকিৎসা ছাড়াই সেরে যায়।আগে এর চিকিৎসায় শিশুকে শরীরে রোদ বা সূর্যালোক লাগাতে বলা হতো,

কিন্তু বর্তমানে বলা হয় যে রোদ লাগালে এতে কোনো উপকার হয় না, বরং সরাসরি সূর্যের আলো শিশুর ত্বকের ক্ষতি করতে পারে। এই জন্ডিসের প্রধান চিকিৎসা হলো জন্মের এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করা। তবে জন্ডিস শিশুর জন্মের ২৪ ঘণ্টার মধ্যে দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র – প্রথম আলো

Sharing is caring!

Comments are closed.