Home শিশুর রোগ-ব্যাধি প্রশ্ন:নবজাতকের জন্ডিস হলে রোদে দেওয়া কি উপকারী?

প্রশ্ন:নবজাতকের জন্ডিস হলে রোদে দেওয়া কি উপকারী?

0 second read
0
1,681

উত্তর: মেয়াদ পূর্ণ হয়ে জন্ম নেওয়া ৫০শতাংশ শিশু ও মেয়াদের আগেই জন্ম নেওয়া ৮০ শতাংশ শিশু জন্ডিসে আক্রান্তহতে পারে।

বেশির ভাগ ক্ষেত্রেই এই জন্ডিস নির্দোষ প্রকৃতির বাফিজিওলজিক্যাল এবং ৭ থেকে ১০ দিনের মাথায় কোনো চিকিৎসা ছাড়াই সেরে যায়।আগে এর চিকিৎসায় শিশুকে শরীরে রোদ বা সূর্যালোক লাগাতে বলা হতো,

কিন্তু বর্তমানে বলা হয় যে রোদ লাগালে এতে কোনো উপকার হয় না, বরং সরাসরি সূর্যের আলো শিশুর ত্বকের ক্ষতি করতে পারে। এই জন্ডিসের প্রধান চিকিৎসা হলো জন্মের এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করা। তবে জন্ডিস শিশুর জন্মের ২৪ ঘণ্টার মধ্যে দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র – প্রথম আলো

Load More Related Articles
Load More In শিশুর রোগ-ব্যাধি
Comments are closed.

Check Also

শিশুদের রোজা রাখতে করণীয়! লেখক : সভাপতি, বিশুদ্ধ খাদ্য চাই এবং সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, সাভার।

শিশুদের দেহে বড়দের তুলনায় পানির ভাগ বেশি থাকে। রোজাতে শিশুদের পানিশূন্যতা বেশি হয়। রোজাতে …